সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাগল নিয়ে বিপাকে বকশীগঞ্জ থানা! 

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০১  

ছাগল-নিয়ে-বিপাকে-বকশীগঞ্জ-থানা 

ছাগল-নিয়ে-বিপাকে-বকশীগঞ্জ-থানা 

ছাগল নিয়ে বিপাকে পড়েছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ। প্রকৃত মালিক না পাওয়ায় গত ২৪ ঘণ্টা ধরে আটক রেখেছে দুইটি ছাগল। 

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক ছাগলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ১১ অক্টোবর দুইটি ছাগল ধরে পুলিশের কাছে সোর্পদ করেন। এরপর থেকেই ছাগল দুইটি বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

ছাগলের মালিক ছাগলের মুক্তির জন্য থানায় যায়নি। প্রকৃত মালিক না পাওয়ায় ছাগল হস্তান্তর করতে পারছে না থানা কর্তৃপক্ষ। তাই ২৪ ঘণ্টায় ও বকশীগঞ্জ থানা থেকে আটক ছাগল দুটির মুক্তি মিলেনি।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ছাগল 

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, ছাগলের অত্যাচারে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নষ্ট হয়। বার বার বলার পরেও মালিক পক্ষ বিষয়টি আমলে নেয়নি। তাই ছাগল দুইটি পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। 

নবাব খান বলেন, সাদা ছাগলটি আমাদের। দুপুর ৩টার দিকে থানায় গিয়েছিলাম। তারা বলছেন, প্রমাণ ছাড়া ছাগল দেয়া যাবে না। আরো বলেন, তোমার মা-বাবা আর তোমার এলাকার মেম্বারকে ডেকে নিয়ে আসো। পরে ছাগলটি আমাকে দেয়নি। এরপর বাসায় চলে আসি।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, মালিক পাওয়া গেলেই ছাগল হস্তান্তর করা হবে।  

Provaati
    দৈনিক প্রভাতী